ইসরায়েলের বর্বরতার গাজায় ত্রাণপ্রত্যাশী ৯৩ জনের মৃত্যু এই বর্বরতার নিন্দা জানিয়েছেন পোপ
ইসরায়েলের বর্বরতার গাজায় ত্রাণপ্রত্যাশী ৯৩ জনের মৃত্যু এই বর্বরতার নিন্দা জানিয়েছেন পোপ।গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে,”রোববার, মানবিক সহায়তা সংগ্রহ করতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা—যুদ্ধবিধ্বস্ত সেই এলাকায়। এই হামলায় ৯৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বহু মানুষ।গাজায় চলমান যুদ্ধের নৃশংসতা নিয়ে কড়া নিন্দা জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। এ ছাড়া তিনি সবাইকে শান্তির পথে আসার আহ্বান জানিয়েছেন।
গাজার উত্তরাঞ্চলে ত্রাণবাহী ট্রাক পৌঁছানোর পর ৮০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। ত্রাণ নিতে আসা মানুষের ওপর রাফার কাছে গুলিবর্ষণের ঘটনায় ৯ জন নিহত হন। এর ঠিক একদিন আগে একই এলাকায় বহু মানুষের মৃত্যু ঘটে।
গাজার উত্তরাঞ্চলে ত্রাণবাহী ট্রাক পৌঁছানোর পর ৮০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। ত্রাণ নিতে আসা মানুষের ওপর রাফার কাছে গুলিবর্ষণের ঘটনায় ৯ জন নিহত হন। এর ঠিক একদিন আগে একই এলাকায় বহু মানুষের মৃত্যু ঘটে।
মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত প্রায় ৮০০ ত্রাণপ্রত্যাশীর মৃত্যুর খবর দিয়েছে জাতিসংঘ। ৭ অক্টোবর ২০২৩ তারিখে ইসরায়েলে হামাসের হামলার মাধ্যমে গাজা যুদ্ধের সূত্রপাত ঘটে। হামলায় ইসরায়েলে প্রাণ হারান ১,২১৯ জন, আর ২৫১ জনকে হামাস বন্দি করে গাজায় নিয়ে যায়।
সেদিন থেকে গাজায় ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলা চালাতে থাকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে,ইসরায়েলের হামলায় গাজায় এখনও পর্যন্ত ৫৮,৮৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশই সাধারণ নাগরিক।গাজা সিটির হলি ফ্যামিলি গির্জায় আশ্রয় নেওয়া তিন জনের মৃত্যুর পর, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বৃহস্পতিবার পোপ লিও চতুর্দশের কাছে শোক প্রকাশ করেন। নেতানিয়াহু জানিয়েছেন, দুর্ঘটনাটি ভুলবশত ছোড়া গোলাবারুর আঘাতে ঘটেছে।
গত রোববার প্রার্থনার শেষে পোপ গাজায় যুদ্ধের বর্বরতা কঠোরভাবে নিন্দা করেন। তিনি শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানান,কয়েক দিন আগে গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলার পর তিনি শান্তির বার্তা দেন।
পোপ জানিয়েছেন,ওই হামলা গাজার বেসামরিক জনগণ ও প্রার্থনাস্থলগুলোকে লক্ষ্য করে সংঘটিত ধারাবাহিক সামরিক অভিযান অন্তর্ভুক্ত।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার গাজার হলি ফ্যামিলি গির্জায় ইসরায়েলি হামলা ঘটেছে। প্রয়াত পোপ ফ্রান্সিস এই গির্জার সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখতেন।জেরুজালেমের রোমান ক্যাথলিক নেতা গ্যাব্রিয়েল রোমানেল্লি ওই দিন জানিয়েছিলেন,হামলায় গির্জায় প্রাণহানি ছাড়াও সংখ্যাধিক ব্যক্তি আহত হয়েছেন।