প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে শুরু স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের
টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারার পর প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে শুরু স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের। প্রথম টি-টোয়েন্টিতে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। ।
বাংলাদেশ সময় সকাল ৬ টায় কিংস্টনের সাবিনা পার্কে প্রথম টি-টোয়েন্টিতে মোকাবেলা করে দুইদল। স্বাগতিকরা টসে হেরে ব্যাটিং এ নামে। শুরুটা ভালো হলেও নিয়মিত উইকেট হারিয়ে ১৮৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।দলের হয়ে সাই হোপ এবং অধিনায়ক চেজ অর্ধশতক এর দেখা পান।
জবাব দিতে নেমে প্রথমেই বড় ধাক্কা খায় অজিরা। কিন্তু পরিস্থিতি মোকাবেলা করেন অপর দুই ব্যাটসম্যান। রানের চাকা সচল রেখে ব্যাট করেন দুইজন। বেশিক্ষণ স্থায়ী না হলেও ক্যামেরুন গ্রিন এবং অভিষেক ম্যাচে খেলতে নামা মিচেল ওয়েন এর অর্ধশতকে আর বিপদ হয়নি অস্ট্রেলিয়ার। ৭বল এবং ৩টি উইকেট হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়ার।
২৩ শে জুলাই ২য় ম্যাচে আবারো মুখোমুখি হবে দুইদল। কিংস্টনে সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।
Pingback: সাগরিকার হ্যাট্রিকে উড়ে গেলো নেপাল,সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ - BD News Center