বাংলাদেশ বিমান বাহিনি প্রশিক্ষণে এফ-7 বিমান বিধ্বস্ত, আহত অর্ধশত শিক্ষার্থী
বাংলাদেশ বিমান বাহিনি প্রশিক্ষণে এফ-7 বিমান বিধ্বস্ত, আহত অর্ধশত শিক্ষার্থী। আজ (সোমবার) দুপুরে রাজধানি উত্তরা মাইলস্টোন কলেজ এলাকায় এফ-7 বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) একটি বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশ বিমান বাহিনির এফ-7 বিমান টি বিজিআই বিমান প্রশিক্ষণ চলাকালিন আবস্থায় বিধ্বস্ত হয়। বিমান উড্ডয়ন সময় ১ টা ৬মিনিট।
অন্যদিকে,ফায়ার সার্ভিসের এই সংবাদটি ১টা ১৮মিনিটে পায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়, বর্তমান মোট পাঁচটি ইউনিট কাজ করছে।
বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌফিক তিনি ঘটনাস্থানে মারা যায় আর তার সাথে কেউ ছিল কিনা তা জানা যায়নি। এই দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বিমান ধ্বংসের আগুনে আহত হয়েছেন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট,কুর্মিটোলা জেনারেল হাসপাতাল,উত্তরা আধুনিক মেডিকেল কলেজ,কুয়েত মৈত্রী হাসপাতাল,উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ,মনসুরআলী মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা জায়। এই দুর্ঘটনায় আরও আহত হয়েছে রাজধানি উত্তরা মাইলস্টোন কলেজ এলাকার কয়েকজন বে-সামরিক ব্যক্তি।
Pingback: বিমান দুর্ঘটনা মৃত্যু সংখ্যা ৩১, বার্ন ইউনিটে চিকিৎসাধীন ১৬৫জন - BD News Center