২৭ বছর পর হঠাৎ করে বিদায় নিলেন এসিপি প্রদ্যুমান
২৭ বছর পর হঠাৎ করে বিদায় নিলেন এসিপি প্রদ্যুমান।ভারতের অন্যতম সিরিয়াল হলো ‘সিআইডি’। সালটা ছিলও ১৯৯৮ এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রথম শুরু হয় ক্রাইম ফিকশন। একটু একটু করে জনপ্রিয়তা পান ‘সিআইডি’। এ সিরিয়ালের মূল নায়ক এসিপি প্রদ্যুমান। শিবাজি সত্যম এর প্রথম থেকে ‘সিআইডিতে অভিনয় শুরু হয় । সিআইডি থেকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো । সবাই জেনে গেলো এসিপি প্রদ্যুমান নতুন পর্বে মৃত্যু হবে । এ খবর প্রকাশ্যে পাওয়াড় পর কষ্ট পেয়েছেন ভক্তরা ।
সিআইডির দ্বিতীয় সিজন শুরু কবে
শিবাজি সত্যমকে সরে যাওয়ার গুঞ্জন অনেক আগে থেকেই করা ছিল । কিন্তু খবরটি গত রবিবার দিনে সনির থেকে নিশ্চিত করা হয়। ভক্তরা এইটা সিদ্ধান্ত মেনে নিতে না পেরে সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর পোস্টে করেন । সফলভাবে চলার পর দুই দশক শেষ হয় ২০১৮ সালে। সিআইডির প্রথম সিজন। সিরিয়ালটি ছয় বছর পর আবার মুক্তি পেয়েচে । সিআইডির দ্বিতীয় সিজন সনি এন্টারটেইনমেন্ট দেখা যাচ্ছে কিন্তু ভক্তরা এসিপি প্রদ্যুমান বিদায় মানতে পারছেন না । ভক্তরা জেনে গেছে, যে বোমা বিস্ফোরণের ঘটনায় চরিত্রটি মারা যাবে ।
শিবাজি সত্যম বলেছেন
শিবাজি সত্যম নিজেই জানেন না বিদায়ের কথা । অভিনেতা শিবাজি সত্যম বলেন আমি বর্তমান বাসায় ছুটিতে আছি । আপাতত শুটিং করছি না । চরিত্রটি শেষ করা হচ্ছে কি না আমি বলতে পারই না । যদি চরিত্রটি শেষ হয় এতে আমার কোনো দুঃখ নেই । শিবাজি সত্যম আর ও বলেন চরিত্রটিতে অভিনয় করে অনেক মজা পেয়েছি ।
Pingback: আরটিভিতে ২০২৫ নতুন ধারাবাহিক নাটক শুরু হতে যাচ্ছে - BD News Center