ইরান জানিয়েছেন, তাদের কোনো পরিকল্পনা নেই পারমানবিক কর্মসুচি পরিত্যাগের
ইরান জানিয়েছেন, তাদের কোনো পরিকল্পনা নেই পারমানবিক কর্মসুচি পরিত্যাগের।গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ‘গুরুতর’ ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় । তবুও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সহ পারমাণবিক পরিকল্পনা থেকে সরে আসছে না তেহরান । গতকাল সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথাগুলো জানিয়েছে ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের একটি বিশেষ আয়োজনে আরো বলেন, ‘আপাতত, (ইউরেনিয়াম) সমৃদ্ধকরণ স্থগিত করা হয়েছে। কারণ, ক্ষয়ক্ষতিগুলো খুবই গুরুতর। আরও বলেন পররাষ্ট্রমন্ত্রী,যে আমরা সমৃদ্ধকরণ অবশ্যই বন্ধ করব না। কারণ, এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি গুরুত্বপূর্ণ সফলতা।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে দেশের ‘জাতীয় গর্বের উৎস’ হিসেবে বর্ণনা করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন,আগামীতে যেকোনো ধরনের পারমাণবিক চুক্তির অংশ হিসেবে সমৃদ্ধকরণের সুযোগ রাখা আবশ্যক। হামলার পর সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করা গেছে কি না জানতে চাইলে, আব্বাস আরাগচি ফক্স নিউজকে জানান, তার কাছে এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য নেই। তিনি বলেন,ইরানের পারমাণবিক সংস্থা আমাদের পারমাণবিক পদার্থ এবং সমৃদ্ধকৃত পদার্থের অবস্থা মূল্যায়ন করার চেষ্টা করছে।
ইরান ও ইসরায়েলের ১২ দিনব্যাপী সংঘর্ষের মধ্যে, ২২ জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনীর সমর্থনে ইরানে হামলা চালায়। সেই দিন ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা পরিচালিত হয়। এর মধ্যে রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত ফর্দো নামক ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থানটিও রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
আব্বাস আরাগচি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকটকে সামরিকভাবে সমাধান করা সম্ভব নয়। ফক্স নিউজকে তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, ওই স্থাপনাগুলোতে ক্ষতি হয়েছে। সেগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সেখানে এখনও প্রযুক্তি অব্যাহত রয়েছে। আমাদের পারমাণবিক ও সমৃদ্ধকরণ কর্মসূচি এমন কিছু নয় যা বোমা হামলায় সহজে ধ্বংস করা সম্ভব। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে প্রকাশ পেলো, যখন তেহরান আগামী শুক্রবার তুরস্কের ইস্তানবুলে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক বিষয়ক নতুন আলোচনা শুরু করতে যাচ্ছে।
আঞ্চলিক উত্তেজনা কমানোর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কিনা জানতে চাইলে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেন, ‘আমরা আলোচনার দরজা খোলা রেখেছি, তবে এখনই সরাসরি আলোচনায় যেতে চাই না।’
আরাগচির মন্তব্যের প্রতিক্রিয়ায়, ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন,আমি যেমন বলেছি, প্রয়োজন পড়লে আমরা আবারও হামলা করব।
Pingback: ভারতে নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন বাংলাভাষীরা - BD News Center