আরটিভিতে ২০২৫ নতুন ধারাবাহিক নাটক শুরু হতে যাচ্ছে
আরটিভিতে ২০২৫ নতুন ধারাবাহিক নাটক শুরু হতে যাচ্ছে।নাসির উদ্দিন মাসুদ দীর্ঘ ধারাবাহিক নাটক এবং এই নাটকের নাম ‘নামে চালাক কামে বোকা” এই নাটকে আপনারা দেখতে পাবেন গ্রাম এর সুন্দর সুন্দর দৃশ্য এবং বোকা মানুষ দের অভিনয় দেখা যাবে । এটি রচনা করেছেন সুজিত বিশ্বাস।আগামী সপ্তাহে থেকে প্রতি রবিবার ,মঙ্গল, বৃহস্পতিবার ও শুকবার বিকেল ৪ টা ৩০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে নাটকটি ।
নাটকে সুন্দর কিছু অভিনয় তুলে ধরা হয়েছে
ধারাবাহিকটির প্রেক্ষাপট সোনারচর নামের একটি কাল্পনিক গ্রামের পরিবার নিয়ে । সোনারচর পালটে গিয়ে গ্রামের নাম হয়েছে এখন চালাকচর। গ্রামের নাম চালাকচর থাকলেও কিন্তু মানুষ গুলো বোকা । নাটকটিতে দেখা যাবে ঘড়ে তালা দিল কিন্তু চাবি হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেসি । কিন্তু সেই চাবি দরজার পাশেই রাখা । আবার এমনও হয় চোর ঘরে ঢোকে কিন্তু বাহির হতে পারে না । এই গ্রামের মানুষ বোকা হলে ও নিজেকে রাজা ভাবে ।
বোকা মুকাম সরদার (নাসির উদ্দিন মাসুদ) অলসতার কারণে কোনো কাজ করতে চাইতো না । কিন্তু বোকা মুকাম সরদার বিয়া করেছেন তার সংসারে দুইটি কন্যা নিলুফা ও আলেয়া আছে। বোকা মুকাম সরদার তার বড় মেয়ে নিলুফাকে বিয়ে দিয়েছে এক বছর আগে। নিলুফা বোকামির কারণে শ্বশুরবাড়ি থেকে বাবা বাড়িতে পাটিয়ে দিয়েছে। এতে নিলুফা কোনো কষ্ট পায়নি। নিলুফা চতুর স্বামী আগুন সরদার নিলুফাদের বাড়ি তে আস্তো। আগুন সরদার তার শ্বশুরবাড়ি এসে কান্নাকাটি করে নিলুফার বাবা-মা কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে।
নাটকটিতে চরিত্রে অভিনয় করেছেন
ফাতেমা হীরা প্রমুখ, মিলন ভট্টাচার্য,সমু চৌধুরী,শফিক খান দিলু, শিরিন আলম,তন্ময় সোহেল, মানসী ইত্যাদি।
Pingback: অভিনেতা মোশাররফ করিম নতুন ধারাবাহিক নাটক ২০২৫ - BD News Center