যানজট এড়াতে সময় হাতে নিয়ে রওনা হওয়ার পরামর্শ এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের প্রতি: ডিএমপি
যানজট এড়াতে সময় হাতে নিয়ে রওনা হওয়ার পরামর্শ এইচএসসি-বিসিএস পরীক্ষার্থীদের প্রতি: ডিএমপি।আগামীকাল রবিবার এইচএসসি ও সমমান এবং বিসিএস পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই বাসা ছাড়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, যানজট ও অন্যান্য পরিবহন সমস্যার কারণে পরীক্ষার্থীদের যেন কেন্দ্রে পৌঁছাতে কোনো ধরনের বিলম্ব না হয়, সে জন্য অতিরিক্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার ০৩ আগস্ট জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পরীক্ষার্থীদের প্রতি এ বার্তা দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোর যান চলাচলে আংশিক সীমাবদ্ধতা থাকবে। জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির আয়োজনে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে উল্লিখিত স্থানগুলোতে যানজট সৃষ্টি হতে পারে। তাই সমাবেশ চলাকালীন সময়ে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোর যান চলাচলে আংশিক সীমাবদ্ধতা থাকবে। জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির আয়োজনে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে উল্লিখিত স্থানগুলোতে যানজট সৃষ্টি হতে পারে। তাই সমাবেশ চলাকালীন সময়ে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দিয়েছে ডিএমপি।
ডিএমপি থেকে কিছু বিকল্প সড়ক দেয়া হয়েছে,
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় : সোনারগাঁও ক্রসিং বাঁ বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আসা যানবাহন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিংয়ে সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড বা মিন্টু রোড হয়ে চলাচল করবে।
কাঁটাবন মোড় দিয়ে শাহবাগগামী যানবাহনের জন্য বিকল্প rasta নির্ধারণ করেছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সায়েন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আসা যানবাহন কাঁটাবন মোড়ে এসে শাহবাগের দিকে না গিয়ে ডান দিকে মোড় নিয়ে নীলক্ষেত বা পলাশী হয়ে চলাচল করতে পারবে। বিকল্পভাবে, কাঁটাবন মোড় থেকে বাম দিকে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড ব্যবহার করে গন্তব্যে পৌঁছানো যাবে।
মৎস্য ভবন মোড় থেকে বিকল্প রুটে চলাচলের নির্দেশনা দিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইকোর্ট এলাকা বা কদম ফোয়ারা ক্রসিং হয়ে আসা যানবাহনগুলো মৎস্য ভবন মোড়ে এসে শাহবাগের দিকে না গিয়ে সোজা এগিয়ে হেয়ার রোড অথবা শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) ব্যবহার করে চলাচল করতে পারবে।
আরো পড়ুন
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার নারী ও শিশুসহ ৫ যাত্রীর মর্মান্তিক মৃত্যু
মুদ্রাস্ফীতি ৭ শতাংশের নিচে নামলে সুদহার কমানোর ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক
ভারতে নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন বাংলাভাষীরা
কাকরাইল মসজিদ ক্রসিং: উত্তর দিক থেকে কাকরাইল হয়ে আসা যানবাহন মৎস্য ভবন ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে গমন করতে অনুরোধ করা হয়েছে।
টিএসসি/রাজু ভাস্কর্য ক্রসিং: দোয়েল চত্বর বা নীলক্ষেত ক্রসিং থেকে আগত যানবাহন টিএসসি বা রাজু ভাস্কর্য এলাকায় এসে শাহবাগমুখী না হয়ে উল্টো পথে দোয়েল চত্বর বা নীলক্ষেত হয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
শহীদ মিনার এলাকা: শহীদ মিনার সংলগ্ন রাস্তা যানজটপ্রবণ হতে পারে—এবং এই রাস্তা যতটা সম্ভব পরিহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যান: উদ্যানের আশপাশ ও প্রবেশপথগুলো সাময়িকভাবে যান চলাচলে অসুবিধার সৃষ্টি করতে পারে। তাই এসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপির পরামর্শ:
পরীক্ষার দিনে যেকোনো প্রকার বিলম্ব এড়াতে, বিশেষ করে গুরুত্বপূর্ণ এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যেন নির্ধারিত সময়ের অনেক আগেই বাসা থেকে রওনা দেন—এমনই আহ্বান জানানো হয়েছে।