খেলা

সাগরিকার হ্যাট্রিকে উড়ে গেলো নেপাল,সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাগরিকার হ্যাট্রিকে উড়ে গেলো নেপাল,সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ।মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকের ছায়া পুরো দেশ।বাংলাদেশ বনাম নেপাল সাফ অনূর্ধ্ব-২০ ম্যাচ শুরু করা হয় ১মিনিট নীরবতা পালন করে। যেখানে ড্র করলেই শিরোপা নিশ্চিত সেই সমীকরণে প্রথম থেকেই আগ্রাসী বাংলার বাঘিনীরা। ম্যাচ জিতলেই তো অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বিশাল ব‍্যবধানে জিতে বাংলার বাঘিনীরা ঘরে তুলেছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা।

বাংলাদেশ বনাম নেপাল সাফ অনূর্ধ্ব -২০ ফাইনালে চ্যাম্পিয়ন

শোকাবহ পরিবেশেই আজ মাঠে নামেন বাংলার বাঘিনীরা। মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দুই দলের খেলোয়াড়রা ১মিনিট নিরবতা পালন করেন। বিমান দুর্ঘটনার শোককে শক্তিতে রুপান্তর করতেও সময় লাগেনি বাংলার বাঘিনীদের। খেলা শুরুর প্রথম ৮ মিনিটে সাগরিকার পায়ের যাদুতে ১ম গোলের দেখা পায় বাংলাদেশ।

আরো পড়ুন
প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে শুরু স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের

১ম আরধে অনেক সুযোগ পেয়েও টা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।এরপর ১ম পর্বের বিরতির পর নেপালের উপর আগ্রাসী হয়ে উঠে বাংলাদেশের বাঘিনীরা। ১ গোলের কি ভরসা তাই বাংলার মেয়েদের গোল করার তীব্র খুদা ৫১ মিনিটে নিজের ২য় গোলের দেখা পান সাগরিকা।নেপালের সাথে গেলো ম্যাচ এ দেখেছেন লাল কার্ড। ২ ম্যাচ এ হয়েছিলেন সাসপেন্ড সব রাগ ক্ষবের জবাব দিচ্ছেন মাঠের খেলায়।

৫৭ মিনিটে ৩ নম্বর গোল করে হ্যাট্রিক এর দেখা পান সাগরিকা। সাগরিকার হ্যাট্রিকেই ভেজতে গেছে নেপালের শিরোপা জয়ের স্বপ্ন। ১০ নম্বর খেলয়ারকে থামায় কে সাধ্য কার । সাগরিকার হ্যাট্রিকে বাংলাদেশ গোল নিজের ঝুলিতে হালিতে পরিনত করে। শেষ সময়ে অনেক সুযোগ কাজে লাগিয়েও তা কাজে লাগাতে পারেনি নেপাল।

হয়তবা এবারের শিরোপাটি বাংলাদেশ এর জন্য ছিল। ম্যাচ শেষের দিকে ৭৭ মিনিটে বাংলাদেশ ৪র্থ গোলের দেখা পায়।ফলে শিরোপা জয় বাংলাদেশের জন্য নিশ্চিত হয়ে যায়। এতে শিরোপা উঠে বাংলার বাঘিনীদের হাতে।এতে বাংলাদেশ অনূর্ধ্ব -২০ মহিলা দল তাদের ৫ম শিরোপা ঘরে তুলে।

One thought on “সাগরিকার হ্যাট্রিকে উড়ে গেলো নেপাল,সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *